একটু একটু করে বাড়ছে দিন
একটু একটু করে কমছে শীত
বসন্ত পঞ্চমীতে পাতা ঝরা গন্ধ পাই
হৃদয় অলিন্দ উঁকি মারছে খুশির ঝলক।


চোখের পলকে স্বপ্ন উধাও হয় না
ঘুড়ির মত ভেসে বেড়াতে ইচ্ছে করে সব্বার
বসন্তের রোদ্দুরে লেগে আছে ভালোবাসার ছোঁয়া
মায়াবী আলোয় হারিয়ে যায় বোকা মানুষও ।


সুখের মোহনায় দাঁড়িয়ে আছে সভ্যতার ইতিহাস
সব ঋণ শোধ শেষ করে হাসছে মানুষ
শিশির বিন্দুর মতো পবিত্র সেই হাসি -
মাটির সোঁদা গন্ধে বুকটা ভরে উঠছে।


গরীব মানুষ পায়ের নীচে শক্ত মাটি পাচ্ছে
ভাবতে ভাবতে চোখের কোণে মুক্তোর মতো জল এসে যায়
সত্যিই কি গরীব জীবনের রঙ বদলে যাবে
দুঃসময়ের গন্ডি ছিঁড়ে মুক্তির নিঃশ্বাস ফেলবে কবে?


              ********


রচনাকাল - ০৭/০২/২০২১