কোণঠাসা হতে হতে ঘুরে দাঁড়ানোর ব্যর্থ চেষ্টা
বসন্ত বাতাসের ছোঁয়ায় কোকিল ডাকে সারা দিন
মাথা উঁচু করে চলতে চাই কিন্তু পারি না।


পূর্ণিমা চাঁদের আলোয় জীবনের রঙিন গল্পগুলো শুনবে কেউ
ফুটো নৌকা দিয়ে জল ঢুকছে হু হু করে
ডুবে যাচ্ছে মাটির সংসারের উপত্যকা।


হৃদয়ের সাদা খাতাটা ক্রমশ আবর্জনায় ভরে উঠছে
বিবর্ণ রোদ্দুরে ঝলসে যাচ্ছে হৃদয়ের বারান্দা
ফুটপাতের অবহেলিতদের মতো অনাকাঙ্খিত জীবন।


দু'চোখে স্বপ্ন আঁকি আজও ...
শরীরে ধরেছে ক্ষয় রোগ, চোখের জ্যোতি যাচ্ছে কমে
দারিদ্র্যের বসত চিরকাল আছে, থাকবে
মুক্তি কবে জানি না!!


           ********


১০ মার্চ ২০২৩