কবিতা  - মে দিবস
**************


একবিংশ শতাব্দীর ভুখা মিছিল চলছে চলবে ...
কজন শ্রমিক জানে মে দিবসের মানে
মহান শ্রমিক দিবসের তাৎপর্য আজ যেন মূল্যহীন।


কল কারখানা বন্ধ, জীবনটা মরিচীকা ...
ঘরে ঘরে দেখা দিয়েছে দারিদ্র্যের করাল ছায়া
শ্রমিকদের মৃত্যু পরোয়ানা লিখছে অভুক্ত ইতিহাস।


বন্টন ব্যবস্থার নির্মম বিচারে শ্রমজীবী নিপীড়িত মানুষ অসহায়
তাদের জোটে না মোটা ভাত কাপড় ...
বিনা চিকিৎসায় মারা যায় কত মেহনতি শ্রমিক।


যাদের হাতে অর্থনীতির চাকা তারাই পায় না দুমুঠো অন্ন
মে দিবস হল শ্রমিকদের সংকল্প গ্রহণের দিন
ন্যায় অধিকার আদায়ের দিনই হল মে দিবস।


আজকের দিনে লক্ষ লক্ষ শ্রমিক বেকার
কাজ নেই, অর্থ নেই, সংসারটা ভরাডুবি ...
কে দেবে কর্মসংস্থান, কে বাঁচাবে অভুক্ত পরিবারগুলোকে?
            
              *********


************
    শ্রমিক দিবস
************


বড় বড় দিচ্ছে ভাষণ
শহর কিংবা গ্রামে
ক'জন শ্রমিক পেলো খেতে
সস্তা সুলভ দামে!


কল কারখানা বন্ধ সবই
সামনে কঠিন লড়াই
নেতারা যতো ভাঁওতা বুলিতে
করছে সবাই বড়াই।


একটু আশা একটু সুখ
জীবন অলীক খাঁচা
সংসার চলবে কেমন করে
এই কী বলে বাঁচা?


বুকের পাঁজরে মরা ইতিহাস
ক'জন রাখে খোঁজ
শ্রমিক দিবস পালন করে
নেতারা করছে ভোজ।


মরছে শ্রমিক খেতে না পেয়ে
ডুকরে কাঁদে হৃদয়
জীবন নিয়ে করছে খেলা
কোন্ মানুষটি সদয়!


শ্রমিক দিবস আসবে যাবে
সুখ ফিরবে নীড়ে
এই আশাতেই বেঁচে শ্রমিক
গাইবে গান সুরে!


       *******


রচনাকাল - পয়লা মে ২০২০
              ( শ্রমিক দিবস  )