বুকের ভেতর মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে নারী
ট্রেন চলছে ধীর গতিতে যাচ্ছে ফিরে বাড়ি।


রাতের ট্রেন ফাঁকা ফাঁকা জড়িয়ে শরীর দুটি
প্রেমিক প্রেমিকা আছে মজে সোহাগে ভরছে জুটি।


দিনের আলোয় সময় কোথায় ব্যস্ত নগর জীবন
সভ্যতা আজ হাসছে কেমন হচ্ছে তারা আপন।


শীতের মজা সোহাগ ভরা দুচোখে মায়াবী হাসি
নূপুর ধ্বনির মধুর শব্দে হৃদয় বলছে না আসি।


হাতের মধ্যে হাতটি রাখা রাত্রি গভীর হয়
রাতের ট্রেনে চলতে গেলেই লাগে ভীষণ ভয়।


প্রতীক্ষা করো ফাগুন বেলার আসছে মধুর দিন
ভালোবাসা মন গুনছে প্রহর হৃদয়ে খুশির বীণ।


            ******