পৃথিবীর সব আগুন গেছে নিভে অসময়ে
রাতের আকাশ কেন তবে এতো আলোময়।


মায়াবী ঈশ্বর চোখে বেধেছে রঙিন কাপড়
এতো অরাজকতা তবু নেই কোন সুবিচার।


যে লুটছে সে তো অবাধে লুটেই চলেছে
কিছু বললেই পেটের ভেতর ঢুকিয়ে দিচ্ছে গুলি!


অর্ধ মৃত মানুষগুলো খাবি টানছে -
শেষ দমটা বেরিয়ে যাবার অপেক্ষায়!


আদিম মানুষের মত সবার হাতেই অস্ত্র
ঘরে ঘরে অবলা নারীদের কান্নার রোল।


রাত জোনাকির আলোতে ঘুমায় শিশুরা
ফিরবে কী তাঁদের বাবা দাদা আত্মিয়রা!


পৃথিবীর সব আগুন গেছে নিভে অসময়ে
সারি সারি লাশ নদীর চরে শেষ ঘুমে ঘুমিয়ে!


শোকে পাথর পৃথিবী, চোখগুলো মরা নদী
নারী শিশুরা প্রশ্ন করে – নিরুত্তর মায়াবী ঈশ্বর!


         ******