আশ্বিনের প্রারম্ভেও চৈত্রের দাবদাহ
তীব্র দহনে জ্বলে যায সারা শরীর
এখনও শরৎ আকাশে হিমের পরশ নেই
নেই ভোরের হাওয়ায় হিমেল বাতাস।


শারদ উৎসবের নেই আর দেরি
আর কয়েকটা দিন পরেই মায়ের আগমন
চূড়ান্ত প্রস্তুতি প্রতিটি পুজো প্যান্ডেলে –
উপচে পড়া ভিড় শপিংমল থেকে ফুটপাত।


জীবন থেমে থাকে না সব মানুষের
দিগন্ত জুড়ে শুধুই সাদা কাশফুলের মেলা
প্রকৃতি যেন খুশিতে পাগলপারা –
জীবনের জয়গানে মুখরিত আকাশ বাতাস।


ধানের চারাগুলো ক্রমশ হয়েছে গর্ভবতী
পুজোর পরেই সোনালী ধানে ভরে যাবে মাঠ
কৃষকের মুখে ফুটবে উজ্জ্বল হাসি –
মায়ের কৃপায় সবাই মেতে উঠুক উৎসবে।।


         ********