মরা চাঁদের উদাসী গন্ধে
ঘুম আসেনা রাতে
মায়ের আঁচল শরীর ঢেকে
ঘুমিয়ে পড়ি প্রাতে!


বিবর্ণ শব্দে হঠাৎ জাগি
পাথর চাপা বুক
মায়ের আঁচল হারিয়ে গেছে
হারাই মায়ের মুখ!


জীবন নদীর দুইটি কূলই
গহীন স্রোতে ভাসে
হাতড়ে মরি বাঁচার তরে
বিধাতা পুরুষ হাসে!


মায়ের আঁচল স্নেহ মমতায়
জাগায় পরম বিশ্বাস
বিপথে গেলেই মায়ের পরশে
মেলে অপার আশ্বাস!


চোখের জল লুকিয়ে রেখে
মুখে হাসি ছড়ায়
মায়ের আঁচলে ভরসা মেলে
সামনে সদা দাঁড়ায়!


সারা দুনিয়ায় মায়ের স্নেহের
তফাৎ কোন নাই
মায়ের আঁচল ছিন্ন হলেও
আশ্রয় সেথা পাই!


  ****