মাকে যারা যাচ্ছে ভুলে
স্বর্গ সুখের আশায়
ভুলেই তারা গেছে শৈশব
অর্থ আয়ের নেশায়!


মায়ের শরীরে রামধনু রঙ
পাবেনা কোথাও তুমি
নতুন রঙ খুঁজে পেতেই
ছাড়লে নিজের ভূমি!


চোখের কাজল উবে গেছে
ভুলেই গেছো মাকে
রাত্রি জেগে পাহারা দিত
ঘুম আসতোনা চোখে!


মায়ের দেহের ছোট্ট গর্ভে
যত্নে শিশু রাখা
তোমারই ফ্ল্যাটে মায়ের জন্যে
হয়না জায়গা পাকা!


চোখের জ্যোতি কমছে ধীরে
আবছা দিনের আলো
হৃদয় দিয়ে রাখলে বুকে
সবই আঁধার কালো!


কতদিন হল মা ডাকেনি
পড়েনা মনে তার
তবুও মা তারই মঙ্গলে
ঈশ্বরকে ডাকেন বারংবার!


স্বর্গের থেকে মা যে বড়
বুঝলো ক’জন ছেলে
মাকে কাঁদিয়ে সুখ পাবিনা
ভাসবি চোখের জলে!


   ****