ভাঙাচোরা আলমারিতে মায়ের ভালোবাসার স্পর্শ
বিকেলের নরম রোদ্দুরের মত মোলায়েম।


আলমারির পরতে পরতে মায়ের অহংকার
আমাদের ভালোবাসার ভালোলাগার ছোঁয়া।


ভাঙাচোরা হলেও দেখতে পাই মায়ের অবয়ব
মন প্রাণ দিয়ে আলমারিতে সাজানো আমাদের শৈশব।


বাড়িতে এসেছে আধুনিক আসবাব, তবুও –
মায়ের স্মৃতি আগলে আমরা তাঁর সন্তানকুল।


আলমারির মাথায় বাবা মায়ের ফ্রেম বাঁধানো ফটো
ওনারা যেন পাহারা দেয় ঘর বাড়ি সংসার ...


সময়ের স্রোতে ভেসে যায় নি মায়ের স্মৃতি
ঘরের এক কোণে ঠায় দাঁড়িয়ে মায়ের সাধের আলমারি।


                    ******