মেঘ রোদ্দুর শরৎ দুপুর
হঠাৎ বৃষ্টি খেলা
আবার দেখি পুব আকাশে
রামধনু রঙ মেলা।


শরৎ ঋতুর এইতো মজা
গাইছে বাউল গান
শিউলি ফুল ভিজে আকুল
নদীতে ডেকেছে বান।


সবুজ বনানী উদার হাসে
মায়ের গন্ধ পাই
কৈলাস থেকে আসছে জননী
দুঃখ ভুলে যাই।


শরৎ মেঘে লুকিয়ে আছে
দুষ্টু মিষ্টি হাসি
কাশের বনে হিল্লোল ওঠে
মৃত্যু জরাও বাসি।


মায়ের কৃপায় হাসবো সবাই
আসবে হৃদয়ে শান্তি
জনম জনম কষ্ট পেয়েও
আসেনা জীবনে ক্লান্তি।


   ****


রচনাকাল – ০৮/০৯/২০২১