বৃষ্টি তোমার বুকের মাঝে ভরে
কেন তুমি রেখেছো গোপন করে
মেঘবালিকা করো তুমি রাগ
গভীর ক্ষতে দিয়েছো অনেক দাগ!


জনম জনম তোমায় দুঃখ দিয়ে
হাসতে ছেয়েছি তোমাকে বাদ দিয়ে
গাছ কেটে গড়েছি শহর নগর
ধ্বংস লীলায় দেখিয়ে দিয়েছি বহর!


অহং দেখিয়ে ভুলেছি তোমার কথা
মেঘবালিকা বুঝি তোমার ব্যথা
শ্রাবণের ধারা পথ হারিয়ে একা
মুখ শুকিয়ে সভ্য মানুষ বোকা!


জীবনের গান গাইতে গেছি ভুলে
তোমার আশ্বাসে হাসবো হৃদয় খুলে
বৃষ্টি দিয়ে খুশি আনবে ধরায়
নচেৎ আবার দেশটা ভরবে খরায়!


চোখের জল শুকিয়ে গেছে কবে
তোমার দয়ায় আবার সৃষ্টি হবে
মেঘবালিকা হাতটা মোদের ধরো
বাঁচুক মানুষ তুমিই আপন করো!


     *****