বাদুড় ঝোলা ট্রেনে বাসে মানুষ হচ্ছে পাগল
শ্রাবণ মেঘ হাসছে কেন কবে হবে বাদল!


ছুটছে মানুষ ছুটছে মেঘ কোথায় শ্রাবণ ধারা
মেঘের চোখ শুকিয়ে মরা যেন বন্দী কারা!


শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধা ভুলে গেছে হাসি
করুণ চোখ আকাশ পাণে বৃষ্টি চাইছে চাষি!


শঙ্খ চিলের ডানায় আছে গোপন বৃষ্টি খবর
মেঘ আটকে মৌসুমি বায়ু ধর্মঘট করছে জবর!


নদীর জঠর শুকিয়ে গেছে ফুঁসছে যেন রাগে
শ্রাবণ বলছে ভয় পেওনা আসব ঠিকই আগে!


চোখ মুছে বলো ভালো আছি কমবে এবার গরম
ঠিক সময়েই বৃষ্টি দেবো মনটা করো নরম!


          *******