প্রত্যেকে যেন এক একটা সুতোর উপর ঝুলছে
একটু অসাবধান হলেই পড়ে যাবে গভীর খাদের ভেতর
দু’চোখে নেমে আসছে অমানিশির করাল অন্ধকার!


জীবনটা যেন ভাঙাচোরা ফুটপাত জীবনের মত
কখন যে কে কাকে মাড়িয়ে চলে যাবে বোঝবার উপায় নেই
কিন্তু জীবন চলে এভাবেই সরু সুতোর উপর দিয়ে ...


সবার জন্যে মখমলের কারুকার্য খচিত বিছানা নেই
নেই আরামের বিপুল বিলাসবহুল আয়োজন –
দুঃখ কষ্টের সংমিশ্রণে তৈরি এক অতি সাধারণ জীবন!


চোখের পলক ফেলতে না ফেলতেই একে অপরকে টপকে যাচ্ছে
মেঘের বারান্দায় শুয়ে আছে আমাদের পূর্বপুরুষ –
ওরা এখন সব জেনে গেছে অ-সাধারণ মানুষের চরিত্র!


উপর থেকে নাকি সবই অনুভব করা যায়
অনেকটা আকাশে ঘুড়ি ওড়ানোর মত
কে কাকে প্যাঁচে ফেলছে বোঝা যায় না!


ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতোয় কার কত দম বোঝা যায়
তবুও সবাই কেমন যেন এক স্বপ্নময় হাসি হাসছে
হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ হিঃ হোঃ হোঃ হোঃ ...  
      
         ********