রঙিন আকাশ হারিয়ে গেছে
শুধুই মেঘলা মন
ফাগুন হাওয়ায় মুখ লুকিয়ে
কাঁদছে হৃদয় জন!


গাছে গাছে ফুলের শোভা
ঝরছে আমের মুকুল
বৃষ্টি তুমি ঝোরো নাগো
মরছে যত বকুল!


মুখের হাসি হয়েছে বিলীন
কালো মেঘে আকাশ
শিমুল পলাশে বইবে কবে
বসন্ত দিনের বাতাস!


বুকের পাথর জমছে বুকে
ঋণের বোঝায় অন্ধ
বিধাতা পুরুষ বোবা কেন
বাঁচার রাস্তাও বন্ধ!


সুখের হাসি ভুলেই গেছি
একটু দেখাও আলো
দু’মুঠো ভাত পেলেই হবে
আঁধারে প্রদীপ জ্বালো!


   ****