মেহনতি মানুষের পাঁজরে গাঁথা হয় ইমারত
হাসতে হাসতে বুকের উপরে পা তুলে দেয় সভ্য মানুষ
প্রদীপ শিখার আলোর মতো তবুও মিটিমিটি জ্বলে হৃদয় আলপথ।


ঝলসে গেছে বুকের পাঁজরের মৃত কক্ষপথ
হেমন্তের মেহনতি রোদ্দুর ভেঙে হেঁটে চলেছে অলীক অভিমান
নিঃশ্বাসে ঢুকছে বিষাক্ত বাতাসের ধূলোকণা।


বাতিল ঘোড়ার মতো সারা জীবন ছোটার বদলে বোঝা বয়েছি
মেহনতি মানুষের রক্তের স্পর্শে জেগে উঠছে ঈশ্বরের অস্তিত্ব
ইতিহাসের অন্ধকার পথ থেকে বিপন্ন মানবতাও মুখ ফিরিয়ে নিয়েছে।


চোখের ছানিতে ক্রমশ নামছে ঘন কুয়াশার আস্তরণ
মেহনতি মানুষ মেঘ সরিয়ে দেখছে রোদ্দুরের ঠিকানা কোথায়
আপনজন নেই, আছে শুধুই নিশুতি রাতের হাহাকার।


ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে হাসবার বৃথা চেষ্টা
হাসি আসে না, কান্না মিছিলে সামিল লক্ষ কোটি মানুষ
বিষাদ ভরা জীবনে সূর্যোদয় আর সূর্যাস্তের তফাৎ কিছুই বুঝি না।


           ******


১৪ নভেম্বর ২০২২