সারা বছরই হচ্ছে মেলা
শীত কিংবা বর্ষা
খুশির রোদে ভাসছে সবাই
পকেট হচ্ছে ফর্সা।


বারো মাসে তেরো পার্বণ
প্রবাদ বচন কয়
হাসি মুখে যাচ্ছে মেলায়
ফিরতে হলেই ভয়।


নাগর দোলা খেলনা পুতুল
খাবার হরেক রকম
মেলায় গেলেই সবার মুখটা
করে বকম বকম।


আলোর রোশনাই দেদার মজা
হচ্ছে খুশির মেলা  
পেট ভরে সবাই খাবে
দেখবে মজার খেলা।


মেলায় গিয়ে ভাবছে ক'জন
হচ্ছে খরচ টাকা
সব বয়সই মেলায় হাজির
আবার হবে দেখা।


     *****