মেঠো পথ শুয়ে আছে চিৎ হয়ে
হাঁটু মুড়ে বসবার উপায় নেই -
রাত নামলে চাঁদের আলো খেলা করে ঐ পথে
দিনের জন্যে বরাদ্দ হাজারো মানুষের চলাচল।


সম্পর্কগুলো ফিকে হয়ে যাচ্ছে না বলা কথাগুলো জন্যে
একটা একটা করে ঝরে পড়ছে শরতের শিউলি
বাঁশ বাগানের ফাঁকে আটকে গেছে মায়াবী চাঁদ
মেঠো পথের দু’পাশে অনাবিল আনন্দে আত্মহারা কাশফুল।


মেঠো পথকে দলিত নারীর মত অচ্ছুৎ মনে করে সব্বাই
অথচ কত পথিকের সুখ দুঃখের কাব্য কথা শোনে প্রতিদিন
হৃদয়ে লিখে রাখে ক্লান্ত পথচারীর জীবন আলেখ্য।


পল্লী জননীর কোলে যেন শুয়ে আছে নাবালক শিশু
ঝড় বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজেই কেমন উদাস হয়ে যায়
রাত নামলেই মেঠো পথ আড্ডা মারে জোনাকিদের সাথে
ঠিক তখনি জ্যোৎস্না আলোয় আলোকিত হয়ে ওঠে মেঠো পথের সারা শরীর।


        *******


রচনাকাল  - ১০|০৯|২০২১