আঁধার পেরিয়ে হাঁটছে মোমবাতি
রাত গভীরে জেগে আছে গ্রাম ও শহর
লক্ষ লক্ষ মোমবাতি গলে যায়
বিচার পাবে তিলোত্তমা?
অশ্রুতে কাব্য লেখা হয় -
মিছিলে মিছিলে শহর অচল
নিয়ন আলোর হাত ধরে হাঁটছে মোমবাতি
পাথর চাপা অভিমান আজও ...
মোমবাতির এতো শক্তি কেউ কী জানতো?
উলঙ্গ মোমবাতির একী জ্যোতি!
প্রতিবাদে উত্তাল দেশ থেকে দেশান্তর
ক্রমশ জোরদার হচ্ছে শ্লোগান, বিচার চাই, বিচার চাই।
লজ্জায় নতজানু দেশ, নতজানু মানুষও
অন্ধকারের একটাই শক্তি - মোমবাতি
যে ঝড় উঠেছে সে ঝড়ে মোমবাতি নিভে যাবে না।
******
রচনাকাল -
৫ই সেপ্টেম্বর ২০২৪