কবিতা – সোনালী আলোর স্রোত
*********************


ঋতু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া বদল হয়
শীত গ্রীষ্ম বর্ষা  ...
মরশুমি ফুলও পাল্টে যায়
শরতে এক রকম আবার শীতে অন্যরকম
ওদের সুগন্ধের ধরণও পাল্টে যায়।


মানুষের মনের রঙও পরিবর্তন হয়
ভালোবাসায় আসে সোনালী আলোর স্রোত
হৃদয়ের সাঁকোতে পারাপার হয় অসংখ্য অচিন মানুষ
কেউ বা হৃদয়কে রাঙিয়ে দিয়ে যায়।


জ্যোৎস্নার আলো এসে পড়ে সবুজ বনানীর বুকে
সে এক অপরূপ প্রাকৃতিক শোভা –
আবার রূপোলী ধানে ভরে ওঠে যখন মাঠ
সূর্যের আলোয় ঝলমল করে ওঠে কৃষকের শুকনো মুখ।


নদনদী বয়ে চলে তাদের আপন খেয়ালে
ভরা বর্ষায় দুকূল ছাপিয়ে ভাসিয়ে দেয় গ্রাম শহর
আবার শীতেও তাদের শান্ত কোমল রূপ
চৈত্রের তীব্রতায় কোন কোন নদীর বুক শুকিয়ে যায়।


এমনি প্রকৃতির অপরূপ খেলায় মানুষ মোহিত
জীবনের রঙ যেমন পাল্টায় তেমনি ঋতু পরিবর্তন হয়
তাইতো কবি লিখেছেন ‘ ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা’।


        *********


রচনাকাল – ০১/০৬/২০২০



কবিতা – মলাট
***********


শরীরে মলাট দিয়ে রেখেছো অপূর্ব রঙিন
রঙচটা দেওয়ালে যেমন রঙ করলে দেখায় তেমনি
একদিন তো বিবর্ণ হবেই সেই রঙ।


শরীরের মলাটের রঙ ধীরে ধীরে ফিকে হয়ে যাবে
তখন কেউ ফিরেও তাকাবে না
রূপের গরিমায় তোমরা দেখাও অহংকার।


মলাটের পরতে পরতে লুকিয়ে আছে ভালবাসার রঙ
ওষ্ঠে নিয়েছো পুরুষ সোহাগের অঙ্গীকার
কখনও ভাবনি ভবিষ্যতের পরিণতি।


একটার পর একটা বসন্ত পেরিয়ে যাও অবলীলায়
হাসির রঙে লাগে ফাগুন উৎসব
ঘুড়ির মতই শরীরটাকে ভাসিয়ে দিলে আকাশে।


কৈশোর যৌবন পেরিয়ে যায় সময়ের স্রোতে
শরীরী পাংশুটে মলাট ভেসে যায় শ্যাওলার মত
বস্তির অন্ধগলিতে হারিয়ে যায় যৌবনের উন্মাদনা।


       *******


রচনাকাল – ১৮/০৬/২০২০