আজ নিশীথে হৃদয় দুয়ার
খোলা পেতাম যদি
মনের ব্যথা বুঝবে কজন
মনটা মরা নদী।


জ্যোৎস্না আকাশ তবুও কেন
হৃদয় আঁধারে ভরে
মরা নদীতে আসলে জোয়ার
সুখ আসবে ঘরে।


জীবনের রঙ শুধুই ধূসর
চোখের নীচে কালি
দুঃখের রোদে পুড়ে ছারখার
ভাতে দিওনা বালি!


আমার পৃথিবী মরুভূমি জানি
তবুও দু’চোখে স্বপ্ন
বেঁচে থাকার আছে অধিকার
এমন ভাবনাতেই মগ্ন!


হিমেল বাতাসে সোনালী ফসল
দোলে হাওয়ার ছন্দে
গোপন ব্যথায় জোয়ারের গান
হৃদয় ভাসে আনন্দে!


    ****