কুকুর মানুষ একসাথে খায়
ডাস্টবিনে হয় লড়াই
স্বাধীন দেশে আমরা তবুও
করছি শুধুই বড়াই!


মাঝ রাত্তির হাঁপিয়ে ওঠে
ঘুমোয় নিয়ন আলো
ক্ষুধার জ্বালায় ঘুম আসেনা
জীবন আঁধার কালো!


খোলা আকাশ ঠিকানা লেখে
নষ্ট সুখের ভোগ
একটা শ্রেণী পায়না খেতে
ওটাই বড় রোগ!


কুকুরের সাথে লড়াই করে
থাকে বেঁচে মানুষ
এটাই যদি মানব জীবন
সভ্য মানুষও ফানুস!


অর্ধ শতাব্দী পেরিয়ে এসেছি
দেশও হয়েছে স্বাধীন
কুকুর মানুষের ডাস্টবিনে লড়াই
আমরা কাদের অধীন?


চোখের জল শুকিয়ে গেছে
একবিংশ শতাব্দী হাসে
দুঃখ কুড়িয়ে পুড়ছে মানুষ
তবুও লড়াই ভালোবাসে!


     ****