অনুকবিতা  - মমি
*************


অন্ধ ভগবান আর কতকাল
থাকবে ঘুমিয়ে তুমি
অকালে প্রাণ গেল অনেক
পৃথিবীটা হচ্ছে মমি।


ধূসর গোধূলি কান্না থামিয়ে
দেখছে কালো আকাশ
জীবনের রঙে মায়ার ছলনা
ভরছে বিষে বাতাস।


      ******


অনুকবিতা  - গ্রহণ
**************


নবমীর চাঁদে লেগেছে গ্রহণ
সভ্যতা ভুলেছে পথ
রুদ্র দানব ধ্বংস লীলায়
লিখছে যে দাসখত্ ।


হৃদয় দুয়ারে বেদনার মেঘ
পড়েনা কারুর নজর
গ্রহণ যে আজ সারা শরীরে
কোথায় গেল বহর!


শারদ আকাশে জোনাকির দল
ছড়ায় তাদের আলো
সেই আলোতে দুঃখ ব্যথা
মুছুক যতো কালো।


       *****