খাল বিল নদী নালার
নীচে নেমেছে জল
শ্রাবণ ধারায় ভাসবে কবে
শুকায় প্রকৃতির ফল।


মধ্য শ্রাবণ পেরিয়ে গেছে
ফসলি জমি শুখা
বাদল মেঘেও নেই বৃষ্টি
মানুষ থাকবে ভুখা।


ফসলের মাঠ গিয়েছে ফেটে
আসছে শরৎ কাল
চাষের সময় যায় পেরিয়ে
কে যে ধরবে হারিয়ে!


অশনি সংকেত আকাশ জুড়ে
দেখা দেবে কী খরা
তীব্র দহন শ্রাবণ মাসেও
রুক্ষ্ম বসুন্ধরা।


গরীব কাঙাল পাবে না খেতে
দেখবে জ্যান্ত লাশ
বুকের পাঁজরে ধরেছে ঘুণ
গলায় মরণ ফাঁস।


      *****


রচনাকাল  - ০৪|০৮|২০২২