দিগন্তরেখায় মিলিয়ে যাচ্ছে তোমার অবয়ব
চোখের সামনে যেন ঝিরঝিরে বৃষ্টির পর্দা
ক্যানভাসে আঁকা দৃশ্যে তুমি যেন অপরূপা!


যৌবনের অঙ্গীকার ক্রমশ ঝাপসা হচ্ছে –
প্রকৃতির খোলা হাওয়ায় তোমার উদ্দামতা
আজও মনকে আকৃষ্ট করে অবলীলায়।


ভরা শ্রাবণেও তেমন বৃষ্টির দেখা নেই
বর্ষার প্রতিশ্রুতিগুলো কেবল পঞ্জিকাতেই -
দিগন্তরেখায় তুমি হেঁটে যাও শরীর ভিজিয়ে।


মনের গোপন ব্যথায় শুধু অন্য অনুভব
মরা চাঁদের আলোয় গান গায় জোনাকি
ম্লান আলোয় তুমি ক্রমশ হারিয়ে যাচ্ছ!


মনে মনে গুনগুন করে তোমার ওষ্ঠ
রাত পাখিরা এখনও নিদ্রাহীন পাহারা দেয়
ক্যানভাসের রঙিন ছবিটা বিলীন হচ্ছে নীল অন্ধকারে!


      ********