ঋণের বোঝা কমবে এমন আশা নেই -
হৃদয়ে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ
পচন ধরে গেছে নিঃশব্দে হাড়ের গভীরে।


দ্বাদশীর চাঁদ ডুবে গেছে ভেজা শিশিরের স্পর্শে
আঁধারের বুক চিরে বেরিয়ে আসছে গভীর দীর্ঘশ্বাস...
বিকলাঙ্গ জীবন থেকে মুক্তি চাইছে সব্বাই।


জন্ম থেকেই কষ্টের মরা ঝিনুক কুড়িয়ে চলেছে মানুষ
আজ পর্যন্ত কোনো দিনই মুক্তোর সন্ধান পেল না কেউই
সারাটা জীবন বালুচর হাতড়ে মারলো সব্বাই।


ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় -
কিন্তু কতো সুখের স্বপ্ন দেখলো মানুষ সত্যি আর হল কই
মরা চাঁদের আলো ক্রমশ নিভে গেছে ঘন কুয়াশায়।


এতো আলো ছড়িয়ে পড়ছে পৃথিবীর বুভুক্ষু উঠোনে
সেই আলোর সামান্যটুকু রোশনাই মানুষের শরীরে লাগল কই
সুখের কাব্য চিরকালই কী অধরা থাকবে ওদের কাছে?


              *******


রচনাকাল - ০৮|০১|২০২২