কিসের আশায় কান্না চাপিস কোথায় পাবি আলো
বন্ধ দরজা পাতাল ঘরের সবই আঁধার কালো!


মোহনা ছুঁয়ে বেরিয়ে গেছে দুইটি সুখের নদী
আলোর ঠিকানা নদীর বাঁকে খোঁজে মানুষ যদি!


মাটির বিছানায় দিব্যি শুয়ে কাটিয়ে দেয় রাত
জ্যোৎস্না আলো নীরবে তাকায় দেখেনা কোনো জাত!


ভুবন জুড়ে নিঃস্ব মানুষ বোনে স্বপ্নের জাল
আলোর দিশা নেই কোথায়ও স্বপ্ন দেখাই কাল!


মরা হাসি হাসছে ওরা কল কারখানা বন্ধ
দুঃখ স্রোতে ভাসছে জীবন চোখ থেকেও অন্ধ!


        ******