মরা নদী ঘুমিয়ে আছে
   চোখে মেঘের কাজল
      জ্যোৎস্না রাত তাকিয়ে দেখে
          হাসছে মাঠের ফসল।


রাতের আকাশে মায়ার খেলা
   নীরব নদীর ভাষা
      পাহাড় পেরিয়ে স্রোতে নামবে
         এমনি চাষির আশা!


মেঘ মায়াজাল ছিন্ন করে
    জাগবে নদীর বুক
        দিগন্তে জুড়ে সবুজে সবুজ
            হৃদয়ে অন্য সুখ।


জীবনের গান গাইছে সবাই
   বৃষ্টি পরশ চাই
      পাখিদের ডানা রোদ হারিয়ে
           স্বরলিপি লিখি তাই।


আষাঢ়ের মেঘ সজল আঁখি
    নতুন কাব্য লেখা
        ফসলের বুকে উজানের গান
             আবার হবে দেখা!


            ****