মরা নদী খুঁজে বেড়ায় তাঁদের অস্তিত্ব -
নীরব অহংকার ভুলে বেঁচে থাকার জন্যে হাপিত্যেস করে
ভরা বর্ষা ছাড়া তাঁদের বাঁচার উপায় নেই।


মরা নদীর বুকের মধ্যে ক্রমাগত শ্যাওলা জমতে জমতে
বাঁচার অফুরন্ত ইচ্ছে ধীরে ম্লান হতে থাকে
তবুও সে বাঁচতে চায় বর্ষার দু ফোঁটা বৃষ্টি বুকে নিয়ে।


চেনা নূপুরের ধ্বনি ক্রমশ অচেনা লাগে -
নারীর হৃদয়ের গোপন কথা নিরুচারিত থেকে যায়
ঝুম ঝুম নূপুরের ধ্বনি আর বাজে না সময়ের বিস্বাদে।


নারী শরীরের মরা স্রোতে ভেসে ওঠে লাশ
মরা নদীতে কোন কোন লাশ ভেসে ওঠে না
সময় থমকে দাঁড়িয়ে ভরা বর্ষার প্রতীক্ষায়!


মরা নদী থমকে দাঁড়িয়ে ভাবছে অতীত কথা
একটা সময় ভাসতো দুকূল এমন পাগলপারা
এখন সে তো মরা নদী ভাবে না কেউ তার গোপন ব্যথা।


              **********