মধ্য রাত জেগে থাকে তোমার প্রতীক্ষায়
শেষ রাতের ট্রেনে তুমি ঘরে ফেরো
শরীর তোমার শুকিয়ে যায় অনাহারে
চোখ দুটো ঢুকে যাচ্ছে মুখের ভেতর!


কারখানাতে কাজ করলেই পয়সা পাও
কাজে না গেলে ওঠে না হাজিরায় নাম
শুকিয়ে যায় নারি সত্ত্বার গোপন সৌরভ
পাড়ার লোক তোমাকে নিয়ে কুৎসা রটায়!


ট্রেন থেকে নামো যখন ঢলে পড়ে চাঁদ
চাঁদের ম্লান আলোয় ঘরে ফেরা প্রতিরাত
অনেকগুলো পুষ্যি তখন অঘোরে ঘুমোয়
জোনাকির মত তোমার দুচোখ ঘুম হারা!


পাড়ার লোক ঠাট্টা করে কুলোটা বলে
গায়ে মাখেনা সে সব কু-কথায় ...
সংসার তার চালাতে হয় অনেক কষ্ট করে
কেউ জানেনা কেউ বোঝে না, সে একদম খাঁটি ...


চোখের কোণে মরা সূর্যের রোদ –
শরীর জুড়ে অবসাদের ভীষণ কালো মেঘ
তবুও তাকে যেতেই হবে কারখানার কাজে
অনেক ক্ষুধার্ত চোখ তারই মুখের দিকে করুণভাবে চেয়ে!


        *******