সাদা ক্যানভাস রঙের মিলনে
অপরূপ শোভা পায়
শিল্পীর চোখ হৃদয় খোঁজে
এটাই শিল্পীর দায়!


মনের আকাশে রামধনু রঙ
শুকিয়ে চৈত্র মাস
শিল্পী তবুও সৃষ্টি খেলায়
শিল্পের ওরাই দাস!


মরমী বাতাস কান্না লেখে
শিল্পীরা বড় একা
সৃষ্টিতে মাতে শিল্পীর দল
পরিবার বলে বোকা!


শিল্পের পথ বড়ই কঠিন
স্বপ্ন ফেরি করে
ক’জন শিল্পী পায় সম্মান
খেতে না পেয়ে মরে!


চেনা মানুষ অচেনা লাগে
শিল্পীরা হয় নিঃস্ব
একমুখ দাড়ি চেতনা হারায়
ক্যানভাসে খোঁজে বিশ্ব!


    ****