রঙিন আলোয় ভুবনখানি দেখা
হৃদয় দুয়ারে ভালোবাসার রেখা
স্বপ্ন কাজলে উপন্যাসের রূপকথা
মন যমুনায় ডুকরে ওঠে ব্যাথা!


মেঘের ভেতর লুকিয়ে আছে জল
বৃষ্টি ফোটায় নেই তো কোন ছল
মনের মেঘ কাটবে বোধহয় এবার
সময় হয়েছে হৃদয়খানি দেবার!


ওষ্ঠে লেখা ভালোবাসার গান
সোহাগ স্পর্শে জাগবে নতুন প্রাণ
প্রভাত আলোয় লিখছি মরমী কাব্য
সারাটা জীবন তোমার কথাই ভাব্য!


বৃষ্টি ধারায় জলপ্রপাত হয়
ভালোবাসায় কাটবে সকল ভয়
গোপন কথা রবে না গোপন আর
অনন্তকাল নেব তোমার ভার!


তোমার ওষ্ঠে ফাগুন পূর্ণিমা চাঁদ
অনেক হল আর পেতো না ফাঁদ
চাঁদ ডুবে যায় তবুও ওষ্ঠে হাসি
বলব আজ তোমায় কেন ভালোবাসি!


    *****