শীত ছুঁয়ে আছে চিলেকোঠার কার্নিশ
রঙ করা জীবন কেমন ঠাণ্ডায় কুপোকাত
শীতের নির্জন দুপুরে উষ্ণতাহীন রোদ্দুর
উত্তুরে হাওয়ার আলিঙ্গনে স্তব্ধ জনজীবন!


তবুও শীতের রোদ্দুর মাখছে খোলা মাঠের ঘাস
রঙিন বাহারি ফুলে ভরে গেছে শীতের আঙিনা
খেজুর রসের মৌতাত নিচ্ছে গ্রাম্য জীবন
প্রজাপতি রঙিন পাখনা মেলে উড়ে বেড়ায় ফুল বাগিচায়!


ঘাসের বুকে শিশির বিন্দু নীরবে জলকেলি করে
হিমেল বাতাসে মরমী মনের অভিমান –
শঙ্খচিলের ডানায় শুয়ে আছে শীতের চাঁদ
প্রশান্ত জ্যোৎস্নায় আলোকিত হয় পৃথিবীর বুক!


ধূসর দিগন্তে নেমে আসে কুয়াশার ঘন চাদর –
উষ্ণ আলিঙ্গন চায় শীতের উদাসী রাত্তির
স্বপ্নের মায়াজাল বোনে কুয়াশামাখা জ্যোৎস্না
শীতের পারদ নামছে একমুঠো ইতিহাস নিয়ে!


            *****