চেতনায় আঁকা মুক্ত আকাশ মরমী মনের গান
নদীর বুকে থমকে দাঁড়িয়ে দুরুহ তীব্র বাণ!


দোয়েল পাখিরা আকাশের বুকে মেলছে তাদের ডানা
শীতের এখনও হয়নি ছুটি কলরব করা মানা!


দখিনা হাওয়ার খবর পেলেই বাঁশিতে বাজবে সুর
হৃদয় দুয়ারে খুশির জোয়ার ভালোবাসা নয় দূর!


ঘন কুয়াশায় পথ হারিয়ে পথিক হয়েছে ক্লান্ত
শিমুল পলাশে রঙ লাগলেই পথ হবেনা ভ্রান্ত!


ফুলের বাগিচায় রকমারি ফুল শীতেই হাসবে ওরা
শীত ফুরলেই পাতা ঝরবেই জীবনে আসবেনা খরা!


       ********