খেলার পুতুল (বাংলা লতিফা)
*******************


ছোট্ট মেয়ে মিষ্টি মেয়ে লতিফা তার নাম
সকল কাজে পারদর্শী নেই আশ্রয় নেই ধাম।


বাবুর বাড়ি কাজ করে সকাল থেকে সাঁঝ
শৈশব তার হারিয়ে গেছে কাজ শুধুই কাজ।


হাতের মুঠোয় খেলার পুতুল লুকিয়ে রাখে বুকে
সঙ্গী সাথী নেই যে তার থাকবে কেমনে সুখে।


     *******



মরু দেশের মেয়ে (বাংলা লতিফা)
*********************


মরু দেশের মেয়ে লতিফা যেন একটা পরী
দুখের জীবন তবুও হাসে সে যে হবে নারী।


হারিয়ে যায় কোথায় যেন আকাশ পাতাল খুঁজি
লতিফারা কেন আজও হারায় নেই সম্বল পুঁজি!


অভাব আছে দুঃখ আছে লতিফা জানে না সুখ
স্নেহ ভালোবাসা কোথায় পাবে শুকায় হাসি মুখ।


      ******


রচনাকাল – ২২/০৭/২০২০