চলার পথটা ক্রমশ হারিয়ে যাচ্ছে মলিন অন্ধকারে
যে পথে জোনাকিও থাকে না সেই পথে মানুষ চলে
ভোরের আলোতেও যেন সেই একই আঁধার।


চৈত্রের দাবদাহ এখনো শুরু হয় নি
ভোরবেলা ও সন্ধ্যায় বেশ ঠান্ডা অনুভব করে মানুষ
সজনে গাছের শাখায় শাখায় ফুল থেকে ডাঁটায় ভোরে গেছে।


মানুষ ভুলে গেছে প্রতিটি গাছ থেকে তৈরি হয় ওষুধ
পক্স হাম থেকে মুক্তি দিতে পারে সজনে ডাঁটা
মুঠো মুঠো ওষুধ খেয়ে শরীরটাকে আরো বিষময় করে তোলে।


গাছের মহৌষধি গুণ আজ মানুষ অনুভব করতে শিখেছে
প্রকৃতির ছোঁয়া লেগে কৃষ্ণচূড়া গাছে লাল ফুলে ভরে যাচ্ছে
বাঁচতে গেলে চাই গাছ, তাই গাছ লাগাও প্রাণ বাঁচাও।


                *******


রচনাকাল  - ১৯/০৩/২০২২