নক্ষত্রের আলোয় স্নান করছে মানুষ
ঘুমের মধ্যে লুকিয়ে আছে অধরা স্বপ্নের মায়াজাল
জোনাকি আজও খেলা করে অন্ধকারের বুকে।


নক্ষত্রের আলো মাঝ রাত্তির পর্যন্ত আলো দেয়
মানুষের হৃদয়ে টিমটিমে করে জ্বলছে জোনাকি রঙের আলো
স্বপ্নগুলো ভেসে যায় আলো আঁধারি জীবন কাব্যে।


জীবনের মৃত কক্ষপথে কৃত্রিম উপগ্রহের মত বেঁচে আছে মানুষ
অস্তিত্ব রক্ষার দায় শুধুই অর্ধমৃত মানুষের
কারুর কপালে রাজ তিলকের চিহ্ন আঁকা নেই।


কষ্টের ইমারতে লুকিয়ে আছে একরাশ হাহাকার
জ্যৈষ্ঠের আকাশ থেকে ঝরে পড়ছে উত্তাপের গরল
ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কোনো একদিন।


            ******


রচনাকাল  - ২৫|০৫|২০২২