হৃদয় দুয়ারে পেতেছি আসন
যেওনা আমায় ছেড়ে
বকুল মালা যাবে শুকিয়ে
সুগন্ধ নিওনা কেড়ে।


মরা নদী হাসতে শিখেছে
তোমার স্পর্শ পেয়ে
ঋণের বোঝা বাড়িওনা আর
হৃদয়ে দুঃখ দিয়ে।


মৃত উপত্যকায় ধ্বংসের মেঘ
কেমন করে কাঁদে
ব্যকুল হৃদয়ে পাথরের বোঝা
পড়বেই তুমি ফাঁদে।


হাঙরের দল পথে প্রান্তরে
নীরবে সাজে বোকা
নাগালে এলেই পড়বে ঝাঁপিয়ে
দেবেই তোমাকে ধোঁকা।


লক্ষ্মী মেয়ে যাবে হারিয়ে
তোমার আমিই সব
একটি ভুলেই ছিঁড়বে শরীর
দেখবো তোমার শব।


   ****