কংক্রিটের বাড়িটার যেন প্রাণহীন শরীর
চকচকে ইমারতে তৈরি মূল্যবান উপকরণ মাত্র
মাটির বাড়ির মধ্যে একটা প্রাণের স্পন্দন অনুভব করি।


সবুজ বনানী ঘেরা মায়াময় মাটির কুঁড়ে ঘর
বুক ভরে নিঃশ্বাস নিতেই মুক্তির স্বাদ -
গ্রাম বাংলার এমন সুবাসিত আখ্যান আর কোথায় পাবে!


শহুরে বাড়িগুলো যেন মৃত্যুহীন প্রাণ হয়ে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে
আকাশটাকে স্পর্শ করার কী অদম্য ইচ্ছে –
বাঁচতে গেলে চাই এক বুক মুক্ত বাতাস।


শঙ্খচিলের ডানা বেয়ে নেমে আসে সোনালী রোদ্দুর
মাটির উঠোনে গড়াগড়ি দেয় ভোরের শিউলি ফুল
মিঠে রোদ্দুরের স্বাদ আর মুক্ত বাতাসের খবর জানে কী শহুরে মানুষ!


সবুজ বনানীর বুক চিরে বেরিয়ে আসে মুক্ত বাতাস
শহুরে মানুষদের বিষ বাতাসে ভরে যাচ্ছে হৃদয়ের অলিগলি
বাঁচার জন্যে চাই মাটির পৃথিবীর সুগন্ধ ভরা বাতাসের স্বাদ।


            **********