মেঘের চোখে এসেছে জল
পড়ছে নীরবে ঝরে
মানুষ এখন আধমরা বেঁচে
আশায় সবাই মরে ।


শরৎ মেঘে ঢেকেছে আকাশ
ছলনা ভাবাই সার
বুকের পাঁজরে কান্না লুকিয়ে
অভিমানে খোলো দ্বার ।


শিউলি ফুল মাটিতে লুটায়
নেয়না কেউই খোঁজ
হৃদয় জুড়ে অলীক স্বপ্ন
কেমনে করবো ভোজ।


পুজোর ছন্দে হৃদয় মাতায়
তবুও অবুঝ থাকি
দেনার দায়ে সবই গেছে
ভিটেটুকু আছে বাকি ।


মাথার উপর ঋণের বোঝা
মুখের হাসি বন্ধ
দূর্গা মাগো দেখাও আলো
আমরা হয়েছি অন্ধ।


         ********


রচনাকাল - ১৯\০৯\২০২০