মেঘের ভিতর যাচ্ছে উড়ে
সাদা বকের দল
ডানায় আছে মুক্তির স্বাদ
ডানাই ওদের বল!


জানালা দিয়ে দেখছে আকাশ
ছোট্ট খোকন সোনা
কেমন করে উড়ছে বক
প্রশ্ন হাজার খানা!


কেমন করে ছুটছে গাড়ি
ভেবে সেতো অবাক
টিভির ভিতর কেমন করে
কার্টুন হল সবাক!


কেমন করে আকাশ দিয়ে
উড়ো জাহাজ ওড়ে
গাছের পাতা কেমন করে
হাওয়া লাগলে নড়ে!


যখন সেতো হবে বড়
জানবে এসব কিছু
ভাবনা তার সদাই মাথায়
ধাওয়া করে পিছু!


দিনের আলোয় সূর্য ওঠে
রাতের আলোয় চাঁদ
চাঁদ সূর্যের এমন খেলা
যেন গোলক ফাঁদ!


    ****