ঝড়ের বাতাসে কাঁপন ধরে যায়
হাওয়ায় সাথে পাল্লা দিয়ে ছোটে এক কিশোরী
জীবন খুঁজছে মুক্তির পথে নেমে
ঝড়ের চেয়ে ছুটছে বোধ হয় আরো জোরে।


বাঁচার তাগিদে মৃত্যু হয়েছে মৃত্যুহীন
কোথায় পড়ছে পা দুটি তার যেন নেই ঠিক
তাড়া করছে দু’পেয়ে হায়নার দল
কোনও ভাবে পেয়েছে অসীম মুক্তির পথ।


ঘোর অমাবস্যার অন্ধকারে মিশে যায় কিশোরীর শরীর
দু’পেয়ে হায়নার দল আঁধার ফুঁড়ে তছনছ করছে ...
কিন্তু কোথায় পাবে সেই কিশোরীর জ্যান্ত শরীরের ছায়া
চোখগুলো জ্বলছে খুঁজে না পাওয়ার জ্বালায়!


ঝড়ের হাওয়ায় উড়ে যায় ঘর বাড়ি জীবনের সুখ
মুক্তির স্বাদ পেয়েছে সেই কিশোরী অবশেষে –
কেমন করে বেঁচে গেল এক কুমারী পবিত্র শরীর
অমাবস্যার অন্ধকারে মুক্তির স্বাদ পেল নষ্ট না হওয়া নারী!


           ******