সমস্ত কুপ্রভাব কেটে গেছে ধরণীর বুক থকে
এমন ভাবতেই ভাল লাগে সব্বার ...
শ্যামা মায়ের কৃপায় দুঃসময় পেরিয়ে আসুক সব মানুষই।


দীপাবলির আলোয় ভাসছে শহর থেকে গ্রাম
মুক্তির সন্ধানে মানুষই ছুটে বেড়ায় সারা দুনিয়া
কিন্তু সত্যিই কী মুক্তি মেলে গরীব থেকে ধনীর!


শব্দ বাজি আর আলোর রোশনাইয়ে হাসছে সবাই
হাসিতে খুশিতে উজ্জ্বল প্রতিটি মানুষের জীবন
পূর্ণিমা নয় তবুও অন্ধকারের অমানিশিতে শ্যামা মা যেন মুক্তির প্রতীক!


বিশ্বাস আর ভক্তিই মিলেমিশে একাকার –
জীবন যুদ্ধে লড়াই করতে করতে মানুষ বড় ক্লান্ত
শ্যামা মায়ের আরাধনার মধ্যে মুক্তির খোঁজে অসহায় মানুষ।


জীবন হয়ে উঠুক রঙবাহারি রঙমশাল ...
সেই আলোর রোশনাইয়ে ভরে উঠুক রাজপ্রাসাদ থেকে কুঁড়েঘর
শ্যামা মায়ের আশিষ ঝরে পড়ুক সবার জীবনে এই কামনা করি।


            *******