কবিতা  -  মুক্তির গান
***************


দীন দরিদ্র অনাথ আতুরকে
দেখছে অনেক লোক
দু'মুঠো অন্ন দিয়ে তাদের
ভোলাবে কঠিন শোক?


জন্ম মৃত্যু মোদের হাতে
দেয়নি বিশ্ব প্রভু
তাঁহার আশিষে মানব জনম
ভুলিনা যেন কভু।


মেঘলা আকাশ কতই ভাবি
দেখাও প্রভু পথ
বিপদ আপদ হলেই তিনি
দেবেন মোদের সাথ!


কান্না লিখি ব্যথার আঁচলে
দাওনা হৃদয়ে হাসি
বিশ্ব ভুবন রাখো সুখে
আমরা যে দাসদাসী।


দুমুঠো অন্ন যোগাও প্রভু
তুমিই বিশ্ব পিতা
একটু হাসি তোমার দয়ায়
মোদের তুমি ত্রাতা।


জীবন আলোকে মুক্তির গান
মোছাও চোখের জল
দীন দরিদ্র তোমারও সন্তান
নেইতো কোনো ছল।


        ********


রচনাকাল  -  ২৭|০৪|২০২০


*************************
        কবিতা  -  এক টুকরো সুখ
*************************


মরা গাছে আজও ফোটে ফুল
ভুলে ভরা জেনো মানব জীবন
স্বপ্নগুলো ডুকরে কেঁদে মরে
তবুও মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে।

চাঁদের বুকে কেন কলঙ্ক দাগ
তবুও চাঁদ জোছনা আলো দেয়
মায়াবী আলো বুকের মাঝে পড়ে
দুঃখ ব্যথা মানুষ ভুলে হাসে।


নকশিকাঁথায় মায়ের আদর ছোঁয়া
ভাঙা ঘরে এক টুকরো সুখ
হাসি মুখে কইছে কথা মানুষ
কান্নাগুলো তোরঙ্গে লুকিয়ে রাখি।


ভোরের আলোয় রঙিন আকাশ হাসে
বিরূপ প্রকৃতি নতুন রূপে সাজে
বৃষ্টি আশায় আকাশ পানে তাকায়
রুক্ষ মাটিতে কৃষক ফসল ফলায়।


সাঁঝের প্রদীপ তুলসী তলায় জ্বলে
নষ্ট জীবন বাঁধবে সুখের ঘর
স্বপ্নগুলো হৃদয় দুয়ারে বসে
নিয়ন আলো ঝাড়বাতি হয়ে জ্বলে।


             ********


রচনাকাল - ৩০|০৪|২০২০


********************
        কবিতা  -  কত্তা গিন্নি
********************


কত্তা এখন হয়েছে রাঁধুনি
গিন্নি খাটে শুয়ে
এমন সুযোগ পাবে কদিন
মেরুদণ্ড যাবে নুয়ে?


কাজের মেয়ে আসেনি কাজে
ট্রেন চলাচল বন্ধ
বাসন মেজে কাটছে সময়
এসব নয় মন্দ!


যায়না কাজে কত্তা মশাই
বাড়ছে পেটের ভুঁড়ি
গিন্নি রেগে চিল্লে কয়
খাবে শুধুই মুড়ি।


গাড়ির চাকা ছুটবে কবে
খুলবে কবে সব
আর পারিনা এদের জ্বালায়
গিন্নি করে রব!


স্কুল কলেজ অফিস কাছারি
দিয়েছে ছুটি সবাই
সব দেবালয়ে ঝুলছে তালা
মানুষ হচ্ছে জবাই!


জানালা দিয়ে আকাশ দেখা
নয়তো এটা জীবন
এমন বাঁচা চাইনি কেউই
দাওনা প্রভু মরণ।


          *******


রচনাকাল  -  ১১|০৫|২০২০