কোলকাতার আকাশ ক্রমশ হারিয়ে যাচ্ছে হোডিং আর বিজ্ঞাপনে
এক চিলতে আকাশ খুঁজতে মাথাটাকে এদিক ওদিক ঘোরাতেই হবে
রঙিন বিজ্ঞাপন যেন হাতছানি দিয়ে ডাকছে ...
উপরে তাকালেই শুধুই বড় বড় হোডিংএ ছেয়ে গেছে আকাশ।


উপরে তাকাতেই আবার আর এক মহা বিপদ অপেক্ষা করছে
খালা খন্দে ভরে গেছে কোলকাতার পুরাতন রাস্তা –
হোঁচট খেতেই হবে প্রাণ হাতে নিয়েই
তাই আকাশের দিকে না তাকিয়ে হাঁটতে হবে রাস্তা দেখে।


আরো এক মহা বিপদ হল এদিক ওদিক তাকিয়ে চললে
শরীর থেকে পোশাক কমতে কমতে শরীর হয়ে উঠছে ক্রমশ অর্ধ উলঙ্গ
অতিরিক্ত ছেঁড়া প্যান্ট জামা পরাই নাকি আধুনিক সভ্যতা
অতি আধুনিকতার নাম করে আর কী কী দেখতে হবে জানি না।


কোলকাতার আকাশ খুঁজতে গিয়ে মানুষ হচ্ছে দিশেহারা
যত আছে ফুটপাত সবই এখন হকারদের দখলে –
পথিক হাঁটছে ফুটপাত ছেড়ে দিয়েই রাস্তা দিয়েই
তাই বর্তমান অবস্থা সহে গিয়েছে আমজনতার।


চলছে চলুক চলছে চলবে এমনই ভবিতব্য মেনে নিয়েছে সব্বাই
পরিবর্তনের ইচ্ছেটা ক্রমশই মরে যাচ্ছে মানুষের মন থেকে
অন্য রাজ্যের মত দূষণে ভরে যায় আমাদের স্বপ্নের কোলকাতা
মুক্ত খোলা আকাশের খোঁজে হন্যে সমস্ত শহরবাসী!


        *******