ঠান্ডায় ডুবে যাচ্ছে গোটা গ্রাম  -
টিম টিম করে জ্বলছে গ্রাম্য জীবনের পথ
জোনাকি আর ঝি ঝি পোকারা উৎসব করছে
সভ্যতার আলো থেকে বঞ্চিত ঐসব গ্রাম।


গরীব মানুষ, মোটা ভাত কাপড়ে বেঁচে আছে
তবুও জীবনের রঙ ফিকে হয়ে যায় নি
ভোরের শিশির ভেজা রোদ্দুর মাখতে মাখতে মাঠে যায়
নিজেদের অক্লান্ত পরিশ্রমে দুমুঠো ফসল ফলায়।


মেঠো পথ, সবুজ বনানী, এক বুক মুক্ত বাতাস
কী আর চাই, শহর জীবনে আলো আছে, মুক্তি কোথায়?
একটুখানি খোলা আকাশ চাই, একটু মুক্ত বাতাসও ...
সভ্যতার মুখে পরিয়ে দিয়েছে শ্বাসকষ্টের মুখোশ!


মুক্ত বিহঙ্গের মতো বেঁচে আছে গ্রামের মানুষ  -
মৃত্যুর ছাড়পত্র ওদের পাণ্ডুলিপিতে লেখা নেই
আধুনিক সভ্যতাকে হারিয়ে দিয়েছে গ্রামের সহজ সরল জীবন
মুক্তি চাই মুক্তি চাই, প্রাণ ভরে একটু মুক্ত বাতাস চাই।।


               **********


রচনাকাল - ০২/০২/২০২১