কবিতা  -  মুক্তি কোথায়
******************


গাছ গাছালি কাটছো হেসে
গড়বে তোমরা বহুতল
সুখের জমি হারিয়ে যাবে
থাকবে না  বাহুবল।


প্রকৃতির সাথে করছো লড়াই
ফলটা হবে মন্দ
আঁধার জীবন আসছে ধেয়ে
হারিয়ে যাবে ছন্দ।


গাছের বুকে লুকিয়ে আছে
মানুষ বাঁচার শক্তি
অহং দেখিয়ে করো না বড়াই
কোথায় পাবে মুক্তি?


গাড়ির ধোঁয়ায় ভরছে বুক
নিঃশ্বাস নিতে কষ্ট
বাঁচার রাস্তা মোদের হাতেই
জীবন হবেনা নষ্ট।


সবুজ বনানী ধ্বংস করে
পাবেনা তোমরা সুখ
গাছের মধ্যে প্রাণের বায়ু
দেখবো হাসি মুখ।


'গাছ লাগিয়ে বাঁচাও প্রাণ'
এসো আওয়াজ তুলি
মরণ কবর খুলছি মোরা
অতীতটা যেন না ভুলি!


        ********


রচনাকাল  -  ৫ই জুন ২০২০
        ( বিশ্ব পরিবেশ দিবস)


**********************
     কবিতা  -  বিপন্ন প্রকৃতি
**********************


মানুষের বুকের পাঁজরে দামামা বাজিয়ে চলে গেছে ঘূর্ণিঝড়
প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে
লক্ষ লক্ষ গাছ ঝড়ে ভেঙে পড়েছে ...
জীবনের খুশিতে নেমে এসেছে অন্ধকারের ছায়া।


এতো গাছ উপড়ে গেছে যে পরিবেশ হয়েছে বেসামাল
তার উপরে আছে নির্বিচারে গাছ কাটা
ক'জন লোক গাছ বসায় তার ঠিক নেই
কিন্তু গাছ কাটতে একবারও কেউ ভাবে না।


সুন্দরবনের মত নদীবহুল এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত
সুন্দরী, গরান, ম্যানগ্রোভ বনভূমির ব্যাপক ক্ষতি হয়েছে
ঝড়ের তাণ্ডবে মানুষ্য জীবনের থেকে বেশি নষ্ট গাছ গাছালি
গাছ বাঁচলে মানুষ বাঁচবে এই সত্যি কথাটা মানুষ কবে বুঝবে!


একবিংশ শতকেও সভ্য মানুষের অসভ্যতা এখনও যায়নি
গাছের বুকে করাত চালিয়ে অবলীলায় ধ্বংস করছে প্রকৃতিকে
সভ্য মানুষ সাবধান! আরো ঝড় বন্যা ধেয়ে আসছে
গাছের জীবন বাঁচিয়ে নিজেরা বাঁচো, তবেই সভ্যতা বাঁচবে।


              **********


রচনাকাল  - ৫ই জুন ২০২০
       ( বিশ্ব পরিবেশ দিবস)