অনেক তো হল বৃষ্টি কথা এবার মুক্তি চাই
হিমেল বাতাস থমকে দাঁড়িয়ে নিশ্বাসে স্বস্তি পাই!


মনের জানালায় শরতের মেঘ উড়ছে পাখির ঝাঁক
মরমী রোদ্দুর বলছে কথা খুঁজছে নদীর বাঁক!


আধখানা চাঁদ দূর গগনে ছড়ায় আলোর কিরণ
হৃদয় দুয়ার উজাড় করে তোমায় করছি স্মরণ!


ঘাসের বুকে ভেজা শিশির নীরবে বলে কথা
মা গিয়েছে স্বর্গ ধামে খুশিতেও রবে ব্যথা!


শারদ আলো নিভেছে সবই খুশির জোয়ারে ভাটা
সোনালী ফসল আসবে ঘরে বৃষ্টি হয়েছে কাঁটা!


তবুও বাঁচি আশায় আশায় আসবে সোনালী দিন
সেই কথাটি মনের মাঝে বাজায় খুশির বীণ!


         ********