কালবৈশাখী ঝড়ে শহরের প্রায় হোডিংগুলো ছিঁড়ে গেছে
কঙ্কালসার হোডিংগুলোর বিকলাঙ্গ চেহারা না দেখলে বিশ্বাস হবে না
রঙিন মোড়ক থেকে খসে গেছে আধুনিক সভ্যতার মহামারি।


তবুও বিজ্ঞাপনের চাকচিক্যে আমরা দিশেহারা হই
বিজ্ঞাপন ছাড়া আধুনিক সমাজ অচল
হোডিংএ ঢেকে গেছে শহরের অপরূপ মুখ।


মুখ উঁচু করেও দেখা যায় না মুক্ত আকাশের রামধনু রঙ
চারিদিক ঢেকে গেছে রঙিন মুখোশের বিজ্ঞাপন
মুক্তির নিঃশ্বাস নিতে ভুলে গেছে শহরবাসী।


বাতাসের ধূলোকনাতে কোটি কোটি বিষ ভরে আছে
মানুষ চাইলেও পাবে না মুক্তি, মুক্ত বাতাস হারিয়ে যাচ্ছে শহর থেকে
কালবৈশাখী ঝড় আসবে যাবে, হোডিং থেকে মুক্তি মিলবে কী?


            *******


রচনাকাল  - ০৪|০৫|২০২২