অনন্ত পথে হেঁটে চলেছে
পথের হয় না শেষ
মুসাফির হাঁটে বাধা পেরিয়ে
নেই ক্লান্তি ক্লেশ।

জীবনের হাটে থমকে দাঁড়িয়ে
দেখছে সুনীল আকাশ
পাখির মতো বাঁচবে স্বাধীন
বইছে মুক্ত বাতাস।

আগমনী গানে মুসাফির হাসে
বন্ধন থেকে মুক্ত
শিশির ভেজা পথ মাড়িয়ে
হয় বিশ্বের সাথে যুক্ত।

ক্ষত বিক্ষত রক্ত ক্ষরণ
তবুও লক্ষ্যে স্থির
পদাতিক মুসাফির রিক্ত নিঃস্ব
যেন মহান বীর।

আকাশ জুড়ে মায়াবী চাঁদ
নীল জোছনার আলো
মুসাফির হাসে বন্ধন হীন
চায় সব্বার ভালো।

      *****

রচনাকাল -
২২শে আগস্ট ২০২৪