আধুনিক সভ্যতা মাথা নিচু করে দাঁড়িয়ে
ভয়ে আতঙ্কে পৃথিবীর মুখ শুকিয়ে গেছে
'করোনা' ভাইরাস থাবা বসিয়েছে সারা বিশ্বে
প্রাণঘাতী রোগ থেকে মুক্তির পথ কোথায়!


বসন্ত এসে গেছে তবুও শীতের হয়নি ছুটি
এরই মাঝে হাজির ভয়ঙ্কর মারণ রোগ 'করোনা' ভাইরাস
সতর্কতা হিসাবে প্রায় সব মানুষই পরছে রুমাল বা মুখোশ
কারণ প্রত্যেকের জীবনটাই মহা মূল্যবান।


চৈত্রের তিব্র গরম নেই আছে শুধুই একরাশ আতঙ্ক, ভয়
কার মধ্যে লুকিয়ে আছে ভাইরাস কেউ জানে না
নিজেদের অজান্তেই অনেকের শরীরে ঢুকছে 'করোনা' ভাইরাস
আলোকহীন পথে হেঁটে চলেছে বিশ্ব বাসী।


চাঁদের কলঙ্কের মত সারা শরীরে আতঙ্কের  ছাপ স্পষ্ট
দম বন্ধ অবস্থার পরিবেশ সব্বার শরীরী ভাষায়
কিন্তু এতো সহজে হারলে যে চলবে না আমাদের
লড়াই চালিয়ে যেতে হবে সব্বাইকে কাঁধে কাঁধ মিলিয়ে।


আমরা নিশ্চিত, একদিন না একদিন আলোর সন্ধান পাবই পাব
কোন আতঙ্কই আর গ্রাস করতে পারবেনা আমাদের
শুধু একটু নিয়ম মেনে আইন অনুযায়ী  চলতেই হবে
'করোনা' ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির পথ আমাদের হাতেই আছে।


                ********